বড় পর্দায় দেখানো হবে ফরচুন বরিশালের ফাইনাল খেলা

দুই বছর বিরতি দিয়ে অবশেষে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু বিপিএল।এবার আয়োজন হচ্ছে টুর্নামেন্টের অষ্টম আসর।অংশ নিচ্ছে মোট ৬টি দল। মিনিস্টার ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স এবং সিলেট সানরাইজার্স।২১ জানুয়ারি শুক্রবার শুরু হয়েছিল এবারের বিপিএল আসর।১৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

বিপিএলের অষ্টম আসরে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেছে ফরচুন বরিশাল। তাই আগামী ১৮ ফেব্রুয়ারি ফরচুন বরিশাল এর ফাইনাল খেলাটি ঝালকাঠি ৪নং ওয়ার্ড মরহুম মোয়াজ্জেম হোসেন ক্রীড়া চক্র পাঠাগার এর সৌজন্যে অত্যাধুনিক বড় পর্দায় প্রজেক্টের এর মাধ্যমে সরাসরি পালবাড়ী পুরাতন পলাশ সিনেমাহলের সামনে খেলা দেখানো হচ্ছে।

উক্ত খেলার সার্বিক সহযোগিতা করছেন মোঃ কামাল শরীফ,কাউন্সিলর, ৪নং ওয়ার্ড ঝালকাঠি পৌরসভা, ঝালকাঠি।তিনি খেলা দেখার জন্য ঝালকাঠি পৌরসভার সকল জনসাধারনকে আমন্ত্রণ জানিয়েছেন।কামাল শরীফ আরো বলেন কোভিড ১৯ প্রোটোকল সরকারি নির্দেশনা অবশ্যই মানতেই হবে সকলকে এবং মাস্ক, স্যানিটাইজার সহ খেলা দেখার স্থানে প্রবেশ করতে হবে সামাজিক দুরত্ব বজায় রেখে সকলকে আসন গ্রহণ করতে হবে।

উল্লেখ্য গত ১৮ জানুয়ারী বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) অংশ নিতে যাওয়া ফরচুন বরিশাল দলের জার্সি উন্মোচন করা হয়েছে রাজধানীর হোটেল শেরাটনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বর্ণিল এই জার্সি উন্মোচন করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু সুইচ চেপে জার্সির উন্মোচন করেন।
পরে ফরচুন বরিশালের অধিনায়ক ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাতে বরিশাল ফরচুনের ফ্ল্যাগ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস প্রতিমন্ত্রী শ ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, মহিবুর রহমান, গোলাম কিবরিয়া টিপু ও সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin