বিসিসিতে জাতীয় শুদ্ধাচার বিষয়ক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সিটি কর্পোরেশনের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (ধঢ়ধ) ২০২১-২০২২ এর আওতাধীন জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত আংশীজনের (ংঃধশবযড়ষফবৎং) অংশ গ্রহনে এনেক্স ভবন সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নগরীর বিভিন্ন স্তরের স্টেকহোল্ডারগণ অংশগ্রহন করেন। সভায় বিসিসির পক্ষ থেকে তাদের বাস্তবায়িত শুদ্ধাচার সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়। উল্লেখযোগ্য কর্মকান্ডের মধ্যে অডিট ফার্মের নিয়োগের মাধ্যমে সকল অডিট নিস্পত্তি করা, নগরির প্রতিটি রাস্তা, ব্রিজ, কালভার্ট এর পৃথক পৃথক আইডি নাম্বার প্রদান, নাগরিকদের সাথে গণশুনানীর আয়োজন, শিশুবান্ধব নগরি গড়ে তোলা, অসহায়দের সহায়তা, হরিজনদের আবাসনের ব্যবস্থা, ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদান, কর্মচারীদের বেতন বৃদ্ধি, প্লান অনুমোদনে ফ্রি কনসালটেশন ও কমিটির মাধ্যমে প্লান অনুমোদন, শিক্ষার্থিদের মাঝে আলাদাভাবে টিকা প্রদান, নির্মান কাজে নিরাপত্তা জোরদারকরন, ৫ বছরের গ্যারান্টির মাধ্যমে রাস্তা নির্মাণ, পানির অপচয় রোধে ফ্লো মিটার স্থাপন, জ্বালানী তেলের অপচয় রোঢ, ভাল কাজের পুরস্কার প্রদান, অভিযোগের বক্স স্থাপন ও বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য ওয়ান স্টপ সেন্টার স্থাপন বিষয়ে আলোচানা করা হয়। পরবর্তিতে এ বিষয়ে সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া, সাংস্কৃতিক ব্যক্তি কাজল ঘোষ, শহীদ আবদুর রব প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস.এম. জাকির হোসেন, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির এবং হরিজনের পক্ষে রাজ কুমার তাদের শুদ্ধাচার বিষয়ে বিসিসির গৃহিত পদক্ষেপে মেয়র মহোদয়ের ভুয়শী প্রশংসা করা সহ তাদের মূল্যবান মতামত প্রদান করেন

Share on facebook
Share on twitter
Share on linkedin