বরিশালে মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধী কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার:: মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশাল বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত। আজ ২৮ জুন মঙ্গলবার সকাল ১০ টায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

কর্মশালার সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার,যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ আঃ হামিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম), যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক সহ বরিশাল বিভাগের সকল যুব উন্নয়ন অধিদপ্তর এর কর্মকর্তাগন।

সেসময় যুব উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত এক আলোচনা অতিথিরা মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে বরিশাল বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।

এর পুর্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন, সেখানে তিনি স্টেডিয়ামের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin