ভোলা জেলা প্রতিনিধি :: ভোলায় ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় তানিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ (১১ ডিসেম্বর) সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা-লক্ষীপুর সড়কের পরানগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু তানিয়া ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়ানাধীন দক্ষিণ ইলিশা গ্রামের মো: খলিল মুন্সির মেয়ে। তানিয়া স্থানীয় একটি মাদরাসায় শিশু শ্রেণির ছাত্রী ছিলো।
ভোলা থানার পুলিশ জানায়, সোমবার সকালের দিকে শিশু তানিয়া রাস্তা পার হচ্ছিল। এসময় ইলিশা থেকে ভোলাগামী একটি অটোরিক্সার তানিয়াকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া পথে মারা যায় সে। স্থানীয়রা ঘাতক অটোরিকশাটি আটক করেছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে ওই থানার উপপরিদর্শক (এসআই) মো. আকবর হোসেন বলেন, নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





