ড. শাম্মী-সাদিক সর্মথরা হতাশ, মিষ্টি বিতরন করে অপরপক্ষ

সিটি নিউজ ডেস্ক :: দুদেশে নাগরিকত্ব যেমন বংলাদেশ ও অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিদেশি নাগরিকত্বের অভিযোগে বাতিল হয়েছে বরিশাল-৫ আসনে স্বতন্ত্র হিসেবে দাঁড়ানো সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতাও। ফলে হতাশা নেমে এসেছে শাম্মী ও সাদিক শিবিরে। অন্যদিকে প্রার্থিতা টিকে যাওয়ায় এখন নতুনভাবে উজ্জীবিত বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে শাম্মীর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ এবং বরিশাল-৫ (মহানগর ও সদর) আসনে সাদিকের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বর্তমান এমপি জাহিদ ফারুক শামীমের কর্মী সমর্থকরা। এর আগে শাম্মী আহম্মেদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ– উভয় দেশের নাগরিকত্ব রয়েছে বলে অভিযোগ তোলেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ। বিপরীতে পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনেন শাম্মী আহম্মেদ। গতকাল সব পক্ষের যুক্তিতর্ক শেষে ইসির আপিল শুনানিতে রায় হয় শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল ও পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বৈধ। অন্যদিকে হলফনামায় সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলে সাদিকের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে আপিল করেছিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী জাহিদ ফারুক শামীম। 
শুক্রবার ইসি সেই আপিল মঞ্জুর করেন। অবশ্য এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা সাদিকের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিলেন।

আজ শুক্রবার ড. শাম্মীর প্রার্থিতা বাতিলের খবর পৌঁছার পরই পঙ্কজ সমর্থকরা দুপুরে মেহেন্দীগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করে। পঙ্কজ মনোনয়নবঞ্চিত হওয়ার পর তাঁর অনুসারীরা শাম্মী সমর্থকদের ধারাবাহিক হামলার মুখে আত্মগোপনে ছিলেন। গতকালই প্রথম প্রকাশ্যে আসেন তারা। হিজলা উপজেলায় আনন্দ মিছিল হয়নি। দু’পক্ষই নিজ নিজ অবস্থানে নীরব ছিল। পঙ্কজ দেবনাথ বলেন, আমি ন্যায়বিচার পেয়েছি, সত্যের জয় হয়েছে। 

ড. শাম্মীর অনুসারী মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন খান বলেন, আমরা ন্যায়বিচার পাইনি। প্রার্থিতা ফিরে পেতে ড. শাম্মী উচ্চ আদালতে আপিল করবেন। 

সাদিক আবদুল্লাহর সমর্থক বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইনও দাবি করেন, ইসিতে সাদিক আবদুল্লাহ ন্যায়বিচার পাননি। উচ্চ আদালতে আপিল করা হবে। তিনি বলেন, সাদিকপত্নী লিপি আবদুল্লাহ দুপুরে নেতাকর্মীকে বলেছেন, হতাশ হওয়ার কিছু নেই। তিনি নির্বাচনী কমিটিগুলোকে নিজ নিজ এলাকায় কাজ করতে বলেছেন। 

নৌকার প্রার্থী জাহিদ ফারুকের সমর্থক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করীম বলেন, দলে সাদিকের গ্রহণযোগ্যতা নেই। তাই পরপর সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচনে দল তাঁকে মনোনয়ন দেয়নি।সুত্র , সমকাল

Share on facebook
Share on twitter
Share on linkedin