(দক্ষিণ এশিয়ার একটি মডেল সংগঠনে পরিণত হবে)
বরিশাল বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন নির্বাচনী সভায় বক্তব্যরা:-
স্টাফ রিপোর্টার :: বরিশাল বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজি নং(১৯৫১) এর ত্রি- বার্ষিক নির্বাচন ২০২৪ উপলক্ষে ভোলা জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৩ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় ভোলা বাপ্তা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে,
বরিশাল বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ভোলা জেলা কমিটির সভাপতি মো: জহিরুল ইসলাম সেলিম এর সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বরিশাল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মো: কামাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি মো: সিরাজ মিয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও
সিনিয়র সহ সভাপতি মো: নুরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মো: মাসুম খন্দকার, সহ সভাপতি মো: আবদুল মন্নান,যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন বাদল, সবুজ হাওলাদার, প্রচার সম্পাদক পদপ্রার্থী মো: ফয়সাল হাওলাদার, মো: ফাইজুল ইসলাম মুরাদ, দপ্তর সম্পাদক পদপ্রার্থী মো: জনি হাওলাদার , রাজা আরিফুল ইসলাম ,শেখ মো: মানিক, যুগ্ম সম্পাদক মো: বেল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন, শ্রমিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান মনির, মাদারীপুর শাখার সাধারণ সম্পাদক মো: রিপন, প্রবীণ শ্রমিক মো: আবদুর রব, প্রমুখ। অপর দিকে বক্তব্য রাখেন ভোলা জেলা কমিটির নেতা মো: শাহ আলম, মো: মোশাররফ হোসেন, মো: জামাল হোসেন।
নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ৭শ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ তাদের দুর্দিনে পাশে ছিলাম
নিজের সবচেয়ে মুল্যবান সময় ব্যায় করেছি এবং জীবনের শেষ পর্যন্ত পাশে থেকে লড়াই সংগ্রাম করে তাদের সাংগঠনিক কাঠামো তৈরি করে বরিশাল তথা দক্ষিণ এশিয়ার একটি মডেল সংগঠনে পরিণত করে সকল ট্যাংকলরি শ্রমিকদের মান উন্নয়ন ও কর্মকাণ্ড তরান্বিত করে তাদের হাতে তুলে দিবো ইনশাআল্লাহ ।
পাশাপাশি বক্তব্য বলেন আগামী ২০ জানুয়ারি ত্রি- বার্ষিক নির্বাচনে যে সকল শ্রমিক প্রার্থী ভোটে অংশ গ্রহণ করছেন তাদের মধ্যে যিনি শ্রমিক বান্ধব তাকে আপনাদের মুল্যবান ভোটের মাধ্যমে বিজয়ী করে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও শ্রমিকদের দাবি দাওয়া পুরন করার সংগ্রামে শামিল হতে পারে।





