বিএম কলেজে প্রতিবাদী গণ ইফতার কর্মসূচী পালিত

পারভেজ, বিশেষ প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে গণ-ইফতার কর্মসূচি পালন করেছে বরিশাল বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১৫ই মার্চ) বিএম কলেজের বাণিজ্য ভবন মাঠে এ গণ-ইফতার আয়োজন করা হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের কয়েকশ শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীরা আসরের নামাজের পর থেকেই একে একে জড় হতে থাকেন মাঠে। এসময় বাংলা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, ‘বাংলাদেশের মুসলমানদের হাজার বছরের ঐতিহ্য রোজা রাখা, ইফতার করা। কোনো একটা গোষ্ঠী চক্রান্ত করে মুসলমানদের সংস্কৃতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে। আমাদের এ অপশক্তির জবাব দিতে হবে। ধর্মীয় আবেগের বাইরে গিয়ে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করতে হবে।

এর জবাবে সারাদেশে গণসচেতনতা তৈরির বিকল্প নেই।’ বিএম কলেজের শিক্ষার্থী মো: মহিউদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো ক্যাম্পাসে ইফতার পার্টি বন্ধের সিদ্ধান্ত নেবে আর এ দেশের ধর্মপ্রাণ মুসলিমরা সেটা সহ্য করবে এটা ভাবা বোকামি। তার প্রমাণ আজকের এ গণ ইফতার কর্মসূচি। সেই সব কুচক্রীরা তাকিয়ে দেখুক এখানে কত শিক্ষার্থী সমবেত হয়ে ইফতার করছে।’ বিএম কলেজের আরেক শিক্ষার্থী এইচ এম হাসান রাজু বলেন, ‘শুধুমাত্র বিএম কলেজ নয়।

বাংলাদেশের বড় বড় প্রায় সব ক্যাম্পাসেই প্রতিবাদী ইফতার অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ থেকে চাইলেই মুসলমানদের সংস্কৃতিকে স্তব্ধ করে দেওয়া যায় না। এ দেশের মানুষ, এ দেশের ধর্মপ্রাণ মুসলমান তা হতে দেবে না। এসময় আয়োজকদের পক্ষে মোঃ ইয়ামিন, মোঃ হাসান, মোঃ নাহিদ, নাঈম, রিয়াজুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin