নিজেস্ব প্রতিনিধি :: বরিশালের উজিরপুর পৌরসভা এলাকার মেধাবী স্কুল ছাত্রী তামান্নাকে জোরপূর্বক ধর্ষণের পর হত্যার ঘটনায় বাবা ও ছেলেকে ফরিদপুর থেকে র্যাব-১০ এর সহায়তায় গ্রেফতার করেছে র্যাব-৮।

আজ ১৪ মে ভোরে হত্যা মামলার আসামি তাওহীদ হাওলাদার ও তার বাবা মোঃ সুলতান হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাব-৮। উল্লেখ্য ৩ মে আগরপুর গ্রামের আমির ফকিরের মেয়ে তামান্না আক্তারের গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ উজিরপুর পৌরসভা ৪নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সুলতান হাওলাদারের ভবনের ছাদ থেকে উদ্ধার করে পুলিশ।
গত ৬ মে সোমবার নিহত শিশু তামান্নাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তার মা তানজিলা বেগম বাদী হয়ে বরিশাল নারী ও শিশু আদালতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুলতান হাওলাদারের ছেলে মোঃ তাওহীদ হাওলাদার ও তার বাবা সুলতান হাওলাদার, মা নাজনীন বেগম,বোন সুমি আক্তার ও সিমু আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়,গত ২ মে শিশু তামান্না তার দূরসম্পর্কের খালু অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সুলতান হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলো। পরের দিন লাশ হয়ে ফিরলো পিত্রালয়ে। পরিবারের দাবি শিশু তামান্নাকে জোরপূর্বক ধর্ষণ করার পর শ্বাসরুদ্ধ করে হত্যা করে ঘটনা ধামাচাপা দিতে গলায় ফাঁস দিয়ে লাশ ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পর থেকে আসামিরা পালিয়ে ছিলো।
১৪ মে ভোরে হত্যা মামলার প্রধান আসামি তাওহীদ হাওলাদার ও তার বাবা সুলতান হাওলাদারকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-৮। এদিকে শিশু হত্যা কান্ডে জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছে নিহত’র পরিবার।





