নলছিটিতে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

নিজস্ব প্রতিবেদকঃ

  নলছিটি থানাধীন খাওখির গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবকের টাকা আত্মসাধের অভিযোগ। প্রেমিককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা। এ ঘটনায় মঞ্জু শেখ (৩৫) নামের এক যুবক গুরুত্বর আহত হয়েছে। আহত মঞ্জু শেখ নলছিটি থানাধীন খাওখির  গ্রামের মৃত রজব আলী শেখের ছেলে।

 পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহত সূত্রে জানা গেছে, খাওখির গ্রামের মৃত রজব আলী শেখের ছেলে মঞ্জু শেখের সাথে পার্শ্ববর্তী  গ্রামের ওয়াহেদ খানের মেয়ে আখির সাথে দীর্ঘদিন যাবত পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে।

আখির স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকায় আখির তার বাড়ির পার্শ্ববর্তী মঞ্জু শেখের সাথে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। আর প্রেমের খাতিরে মঞ্জু শেখের বাড়িতে আখি জমি ক্রয় করে। এভাবে দীর্ঘদিন চলার পরে আখি ও তার বাবা ওয়াহেদ খান, মঞ্জু শেখের কাছ থেকে দুই কিস্তিতে ২ লক্ষ টাকা ধার নেয়।

 এভাবে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক করে মঞ্জু শেখের কাছে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার পরে তাকে বিয়ের কথা জানালে অস্বীকৃতি জানায় আখি। পরবর্তীতে মঞ্জু শেখ আখির স্বামী অলির কাছে বিষয়টি জানালে পূর্বপরিকল্পিতভাবে আজ দুপুর ১ টার সময় আখি মুঠোফোনে মঞ্জু শেখকে দেখা করার কথা বলে ডহরপাড়া ডেকে নেয়।

 সেখানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওয়াহেদ  খান, আখি, তার মা রেহেনা বেগম, ও ভাই নীরব সহ অজ্ঞাত ২-৩ জন ধারালো দা দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে মঞ্জু শেখকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা ৯৯৯ ফোন দিলে  নলছিটি থানা পুলিশ এসে মঞ্জু শেখকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

 বর্তমানে আহয়ত মঞ্জু শেখ শেবাচিমের  সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মঞ্জু শেখ সাংবাদিকদের জানায় দীর্ঘদিন যাবৎ আঁখি তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।

 বেশ কিছুদিন আগেও বিয়ের কথা বলে আখি ও তার বাবা ২ কিস্তিতে তার কাছ থেকে ২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে আখিকে বিয়ে করতে চাইলে সে বিবাহ করতে অস্বীকৃতি জানায়। এরপর আমার টাকা চাইলে টাকা দিবে না বলে প্রাণনাশ সহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়।

 আর এরই ধারাবাহিকতায় আজ দুপুরে ফোন করে ডেকে নিয়ে আমাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin