সিটি নিউজ ডেস্ক :: বরিশাল জেলা পর্যায়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ এর চ্যাম্পিয়ন মুলাদী সরকারী কলেজ।।
শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশের জন্য প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে জেলা পর্যায়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজ ২৯ জুন শনিবার বিকাল সাড়ে ৪ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর সহযোগিতায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল জেলা পর্যায়ে জাতির পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল র্টুনামেন্ট-২০২৪” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসাইন, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে অমৃত লাল দে কলেজ বনাম মুলাদী সরকারী কলেজ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ৩-১ গোলে মুলাদী সরকারি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দরা পুরস্কার তুলে দেন।





