নিজেস্ব প্রতিবেদক :: “গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া” এই প্রতিপাদ্দকে সামনে রেখে বাজুস বরিশাল জেলা শাখা ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ ১৮ জুলাই বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়।

শান্তির প্রতীক পায়রা উরিয়ে, বেলুন ও শোভা যাত্রার মাধ্যমে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) বরিশাল জেলা শাখা ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল দেশের সর্ববৃহৎ সংগঠন।
বরিশাল নগরীর টাউন হল চত্তর থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বর্নাঢ্য শোভা যাত্রাটি।বর্নাঢ্য এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ মোহাম্মদ মুসা, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন,সহ-সভাপতি মো: আলী জসিম, সহ-সভাপতি মনিরুজ্জামান তালকুদার, সহ-সম্পাদক মো: রেজাউল সিকদার,সহ-সম্পাদক আরিফুর রহমান,কোষাধ্যক্ষ মো: বাচ্চু তালুকদার প্রমুখ।
বরিশাল বাজুসের সভাপতি-সাধারন সম্পাদকের পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি সহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।





