বরিশাল সিটি কর্পোরেশনের ৬০কর্মচারী বদলী

স্টাফ রির্পোটার ::বরিশাল সিটি কর্পোরেশনের ৬০ জন কর্মচারীকে নিজ কর্মস্থল থেকে বদলী করা হয়েছে।

গতকাল ৬ এপ্রিল রবিবার বিসিসি র প্রধান নির্বাহী কর্মকর্তা মো : রেজাউল বারী সাক্ষরিত এক পত্রে এই নির্দেশ প্রদান করেন।

আদেশ পত্রে উল্লেখ করা হয়েছে ওই ৬০ কর্মচারীদের সিটি কপোরেশনের কাজের স্বার্থে বিভিন্ন বিভাগ/শাখায় কর্মরত কর্ম চারিদের প্রত্যাহারপূর্বক তাদের মঞ্জুরিকৃত মুল পদ ও দপ্তর/ বিভাগ/শাখায় নির্দেশক্রমে বদলী করা হলো।

হটাৎ এতো বড় একটা বদরী আদেশে গোটা নগর ভবনে মিশ্র প্রতিক্রীয়া দেখা দিয়েছে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin