সিটি নিউজ ডেস্ক :: গত ২০১৬ সালের ৪ এপ্রিল বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে কৃষক ও স্থানীয় বাসিন্দাদের রক্তাক্ত আন্দোলনের স্মরণে এবং জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে ১০ এপ্রিল, ২০২৫,
সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজের সামনে প্রান্তজন, কোস্টাল লাইভলিহুড এ্যান্ড এনভায়রমেন্ট এ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি এ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED) -এর যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বরিশাল শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে পরিবেশবিদ, শিক্ষার্থী, সমাজকর্মী, এবং সচেতন নাগরিকরা অংশ নিয়ে “বাঁশখালী ভুলিনি” শিরোনামে এই কর্মসূচির মধ্য দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং জীবিকার ওপরে জীবনের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করা হয়।





