স্টাফ রিপোর্টার // গাজা ও রাফায় ইজরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বরিশাল মহানগর বিএনপির উদ্যেগে প্রতিবাদ ও সংহতি র্যালী অনুষ্ঠিত হয়েছে।

সদর রোডস্থ বিএনপি দরীয় কার্যলয় থেকে বিকেল সাড়ে ৪ টায় মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়ার নেতৃত্বে ওই কমিটির যুগ্ম আহবায়ক ও সদস্যগন উপস্থিত ছিলেন।
আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টায় নগরীর কাকলি মোড় থেকে শুরু করে সদর রোড, চকবাজার সহ বরিশাল শহরের এর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকদের অংশ গ্রহনে গাজা ও রাফায় ইজরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী টি শহরের বটতলা বাজার হয়ে কেন্দ্রীয় শহিদ মিনার এসে সংক্ষিপ্ত আলোচনা সভা করে।
এদিকে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন নেতৃত্বে আলাদার একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে সে সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক মুসা কাজল, হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু,সদস্য সিরাজুল হক, নওশাদ নান্টু, আরিফুর রহমান বাবু, নুরুল ইসলাম পনির, সহ বিভিন্ন ওয়ার্ডের আহবায়ক ও সদস্য সচিব সহ যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকরা। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের একাধিক প্রতিবাদ ও সংহতি র্যালী অনুষ্ঠিত হয়েছে।





