নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদকসহ অপর এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদক আনোয়ার হোসেন মিজান (৫০) ও ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী সেলিম সিকদার।
দুই জনকে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের উপর হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার দুই জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল নাজনিন এর আদালতে হাজির করা হলে বিকালে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।





