বরিশালে ঘুষ আশানুরূপ না পাওয়ায় সেবা প্রত্যাশীর মাথা ফাটলো মহফেজখানার কর্মচারী

সিটি ডেস্ক :: বরিশালে ঘুষ আশানুরূপ না পাওয়ায় সেবা প্রত্যাশীকে মেরে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের মহফেজখানায় এ ঘটনা ঘটে।

বরিশাল নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আহত আলমগীর হোসেন জানান, জেলা প্রশাসক কার্যালয়ের মহফেজ খানায় জমির পর্চা উঠাতে গেলে সেখানে দায়িত্বরত কর্মচারী আলাউদ্দিন মিয়া তার কাছে দুই হাজার টাকা ঘুষ চায়। পর্চা উত্তোলন করতে এতো টাকা দরকার হয় না বলে জানিয়ে আলাউদ্দিনকে দুইশ’ টাকা দেওয়া হয়। এ নিয়ে বাগবিতন্ডার এক পর্যায়ে আলাউদ্দিন উত্তেজিত হয়ে তাকে (আলমগীর) মারধর করে মাথা ফাটিয়ে দেয়। পরবর্তীতে প্রত্যক্ষদর্শীরা আহত আলমগীরকে উদ্ধার করে পার্শ্ববর্তী ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

মহফেজখানার রেকর্ড কিপার জাহাঙ্গীর হোসেন বলেন, আলাউদ্দিন মিয়া গত তিনমাস আগে অবসরে গেছেন। তবে উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে আলাউদ্দিন এখন রেকর্ড রুমে কাজ করছে।

অবসরে যাওয়ার পরেও রেকর্ড রুমে কর্মরত থাকতে পারেন কিনা এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি রেকর্ড কিপার জাহাঙ্গীর।

ঘটনার পরপরই অভিযুক্ত অফিস সহকারী আলাউদ্দিন মিয়া অফিস ছেড়ে চলে যাওয়ায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার (মহফেজখানা) তাসফিয়া কবির ঐশী বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, অফিস সহকারী আলাউদ্দিন মিয়া দীর্ঘদিন থেকে বরিশাল মহফেজ খানায় কর্মরত থাকার কারণে সকল গোপন নথিপত্র তার নিয়ন্ত্রণে। সেসকল গোপন নথিপত্র দিয়ে অবৈধ বাণিজ্য করেন আলাউদ্দিন ও রেকর্ড কিপার জাহাঙ্গীর।

Share on facebook
Share on twitter
Share on linkedin