মহানগর বিএনপির নেতা ফারুক নির্দোশ’ দাবি বাস্তুহারা দল নেতার


নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামীলীগ সাজিয়ে সদর উপজেলার বাস্তুহারা দল নেতাকে পুলিশে সোপর্দের পর মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সুপারিশে কোর্টের মাধ্যমে জামিন হয়। বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।

সোমবার দুপুর আড়াইটায় বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী জাতীয়তাবাদী বাস্তহারা দল বরিশার সদর থানার ৪ নং যুগ্ম আহবায়ক মোঃ সাখাওয়াত হোসেন মনি
লিখিত বক্তব্যে মনির বলেন, ফ্যাসিষ্ট হাসিনার ১৭ বছরে চরকাউয়া বিএনপির আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করা সহ বর্তমানে বাস্তহারা দল বরিশার সদর থানার ৪ নং যুগ্ম আহবায়ক হিসেবে বর্তমান রয়েছেন।

কিছুদিন পূর্বে চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে একটি পক্ষ। এর পরিক্রমায় গত ১৬ এপ্রিল নতুন বাজার তার নিজ ব্যাবসা প্রতিষ্ঠান থেকে মনিরুজ্জামান খান ফারুক ভাই এর দায়েরকৃত বিএনপি অফিস পোড়া মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে কারাগরে প্রেরণ করা হয়। আমাকে পুরোপুরি আওয়ামীরীগ সাজিয়ে ওই মামলায় কারাগারে পাঠানো হয় ওই সময়।

বিষয়টি জানার পর মনিরুজ্জামান ফারুক কোতয়ালী জেলা বিএনপির সুপারিশে আমাকে আইনের মাধ্যমে কোর্ট থেকে জামিন করাতে সহায়তা করেণ। কিন্তু বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষে কিছু অনলাইন মিডিয়া সহ বেশ কিছু পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে যে আমি নাকি বিএনপি নেতাদেরকে টাকা দিয়ে সুপারিশ করিয়েছি।

যা পুরোই মিথ্যা এবং একটি ষড়যন্ত্রের অংশ। মনিরুজ্জামান খান ফারুক একজন সৎ নিষ্ঠাবান কর্মীবান্ধব সাদা মনের মানুষ। তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার হওয়ায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

পাশাপাশি আমাকে যে আওয়ামীলীগ কর্মী হিসেবে সংবাদ প্রকাশ করা হয়েছে তা ভিত্তিহীন। আমার পরিবারের কোন সদস্য কোনদিনই আওয়ামীলীগের কোন অঙ্গসংগঠনের সাথে জড়িত ছিল না।

Share on facebook
Share on twitter
Share on linkedin