নিজস্ব প্রতিবেদক ।। গত ২৮ মে রাত সাড়ে ৩টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে,পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে, পবিত্র মক্কা মদিনার উদ্দেশ্য যাত্রা করেন,

বরিশালের গর্বিত কৃর্তি সন্তান, জাতীয় পাটি’র প্রেসডিয়াম সদস্য, বরিশাল বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এবং জাতীয় পাটি বরিশাল মহানগর কমিটির সদস্য সচিব,বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগি,বিশিষ্ট শিল্পপতি, আমাদের সকলের কর্মিবান্ধব নেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস এবং তার সুযোগ্য সহধর্মিনী মিসেস টুম্পা সহ মক্কা মদিনায় সহিছালামতে পৌছেছেন।
ইতি মধ্যে সকলের কাছে তাদের জন্য দোয়া চেয়ে ক্ষুদে বার্তা পাঠিয়েছেন জাতীয় পাটি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিভাগীয় কমিটির আহবায়ক-শিক্ষক নেতা অধ্যক্ষ মহসিনুল ইসলাম হাবুলসহ জেলা মহনাগর কমিটির নেতৃবৃন্দ।
অপর দিকে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালবাসিসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
পাশাপশিতার এই হজ্জযাত্র সফল ও সার্থকতা কামনা করেন বরিশাল সিটি নিউজ সম্পাদক সাংবাদিক রেদওয়ান রানা সহ পত্রিকার সকল কর্মকর্তাবৃন্দ।





