বরিশালে ত্যাগের মহিমায় কোরবানি ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

রেদওয়ান রানা ।। বরিশালে এবছর যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় কোরবানির ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশন কতৃক আয়োজিত নগরীর বান্দ রোডস্থ হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল সাড়ে ৭টায় হয়েছে।একই সময়ে নগরীর আমতলা মোড়ে বরিশাল জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের জামায়াত হয়।

ছাড়া ঐতিয্যবাহী চরমোনাই দরবার শরিফে ঈদের জামাত হয় সকাল ৯টায় ঈদ জামাতে ইমামতি করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমএছাড়া জেলার অন্যতম উজিপুর গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে ঈদের জামায়াত সকাল ৮টায় হয়

বরিশাল নগরীর উল্লেখযোগ্য গীর্জা মহল্লার জামে কসাই, চকবাজারের জামে এবাদুল্লাহ, সদর রোড টাউন হল বায়তুল মোকারম, পোর্ট রোডের জামে কেরামতিয়া আলেকান্দা ইউছুমদ্দিন জামে মসজিদে দুইটি করে জামাত হয়। সব মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় দ্বিতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া নগরীর সর্বশেষ ঈদের জামাত হয় জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ১০টায়জাতীয় ইমাম সমিতির বরিশাল মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান জানায় বরিশাল নগরীতে প্রায় পাঁচ শতাধিক মসজিদে সুষ্ঠ এবং সুন্দর পরিবেশে ঈদের জামাত হয়েছেবরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার বলেন, বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েউদ্দিন ঈদগা ময়দান প্রধান জামাত সৃষ্টিকর্তার রহমতে সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে।গত কয়েকে দিন ঝড়বৃষ্টি হলেও ঈদের দিন ছিলো রোদ্্র উজ্জল তার পরও ঝড়বৃষ্টির কথা মাথায় রেখে সকল ব্যবস্থা করা হয়েছিল

প্রধান জামাতে সিটি প্রশাসক বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব, জেলা প্রশাসক মো : দেলোয়ার হোসেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্‌জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়াসহ নেতারা উপস্থিত ছিলেন। ঈদের প্রধান জামাতের ইমামতি করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন

Share on facebook
Share on twitter
Share on linkedin