বরিশালে পৌনে ২লাখ কোরবানির চামড়া সংরক্ষণ।

সিটি নিউজ ডেস্ক ।। বরিশালের ৬ জেলার মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে এবছর কোরবানির এক লাখ ৬৬ হাজার ৬৯৩ পিস গরু ও মহিষের চামড়া সংরক্ষণ করা হয়েছে। এছাড়া এ বিভাগে মোট ১৪ হাজার ৮২৫ পিস ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ জুন) বরিশাল বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

এ বিভাগে বরিশাল জেলায় ৫৪ হাজার ৪২১টি গরু ও মহিষের চামড়া এবং ৬ হাজার ৮৬৭টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। ঝালকাঠি জেলায় ১১ হাজার ৪ শত ৯৭টি গরু মহিষের চামড়া এবং ১ হাজার ৮১১টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। এ বিভাগের পিরোজপুর জেলায় ১৬ হাজার ৯ শত ৮৬টি গরু মহিষের চামড়া এবং ১ হাজার ৩৮৭ টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। বরগুনা জেলায় ১১ হাজার গরু মহিষের চামড়া এবং ১ হাজার ৪৫৫টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। ভোলা জেলায় ৩৫ হাজার ৭৪৪টি গরু ও মহিষের চামড়া এবং ১ হাজার ৩০০ শত ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। এছাড়া সবশেষ পটুয়াখালীতে ৩৭ হাজার ৪৫টি গরু মহিষের চামড়া এবং ১ হাজার ৫ টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে এসব চামড়া সংরক্ষণ করা হয়েছে সরকার সরবরাহকৃত বিনামূল্যের লবন দিয়ে।

উল্লেখ্য, এবছর কোরবানির চামড়ার মূল্য বৃদ্ধি এবং এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে দেশের এতিমখানা, মসজিদ ও মাদ্রাসাসমূহে বিনামূল্যে ৩০ হাজার মেট্রিকটন লবণ সরবারহ করা হয়। যাতে করে স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব হয়। সুত্র,ঢাকা পোস্ট

Share on facebook
Share on twitter
Share on linkedin