সংস্কারের নামে অযথা কালক্ষেপণ করছে সরকার-সেলিমা রহমান

সিটি নিউজ ডেস্ক ।। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, ‘বাংলাদেশের মানুষ বহু বছর ভোট দিতে পারেনি। আওয়ামী লীগের অধীনে গত তিনটি জাতীয় নির্বাচন বর্জন করেছে দেশের আপামর জনসাধারণ। এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে সবাই। তাই, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে অযথা কালক্ষেপণ সহ্য করবে না দেশের জনগণ।
ডিসেম্বরের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় বিএনপি। সেলিমা রহমান বলেন, ‘আমরা শুরু থেকে সরকারকে সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যতেও সেটা অব্যাহত রাখতে চাই। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে, সংস্কারের নামে নির্বাচন পেছানোর জন্য অযথা কালক্ষেপণ করছে সরকার।
তাই আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছি। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সব সংস্কার এই সময়ের মধ্যেই করা সম্ভব। নির্বাচন দিলে জনগণের ভোটে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করবে বিএনপি। সম্ভবত এই ভয়ে পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে।
‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপির সদস্য ও মুলাদীর সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সাত্তার খান, জেলা সদস্য ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, জেলা কৃষকদলের সভাপতি মহসিন আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন প্রমুখ।
এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।সুত্র,সমকাল
Share on facebook
Share on twitter
Share on linkedin