সিটি নিউজ ডেস্ক ।। ঢাকায় জাতীয় স্টীডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ চলাকালীন টিকিটি না নেওয়া উশৃঙ্খল জনতাদের লাঠি চার্জের সময় ভিড়ের মধ্যে ভুলবশত লাঠি চার্জের শিকার হন পতাকা বিক্রেতা।
আজ বুধবার ১১ জুন সেনাবাহিনী সেই পতাকা বিক্রেতাকে খুঁজে বের করে তার দুঃখপ্রকাশ করেছে এবং তার ব্যবসা পরিচালনার জন্য ১ লাখ টাকার অনুদান দিয়েছে।





