বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। যার মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু।
আহমেদাবাদের পুলিশ প্রধান বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিমানের যাত্রীদের মধ্যে কেউই বেঁচে নেই। দুইশোর বেশি যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে গুজরাটের রাজধানী আহমেদাবাদে। বিধ্বস্ত বিমানটির যাত্রীদের বিস্তারিত প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
ছবির উৎস,GETTY IMAGESছবির ক্যাপশান,যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার (ফাইল ফটো)ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে রওনা করা এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) এক পোস্টে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে “ভয়াবহ দৃশ্য” হিসাবে উল্লেখ করে লেখেন, “বিমানটিতে অনেক ব্রিটিশ নাগরিক ছিলেন।”“এই পরিস্থিতির সবরকম আপডেট আমি পাচ্ছি। বিমানটির যাত্রী ও আদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইলো,” তিনি আরও যোগ করেন।বিমান পরিবহন সংস্থাটি জানিয়েছে, বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডা ও সাত জন পর্তুগালের নাগরিক ছিলেন।
- ২৬ মিনিট আগেবিমানের যাত্রীদের কারও জীবিত থাকার সম্ভাবনা নেই – পুুলিশআহমেদাবাদের পুলিশ প্রধান বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিমানের যাত্রীদের মধ্যে কেউই বেঁচে নেই।বার্তা সংস্থা এএফপি ও এপি’র খবরে এ তথ্য জানানো হয়েছে।এর আগে এয়ার ইন্ডিয়া জানায় বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। যার মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু।
- ৪০ মিনিট আগেবিমানবিধ্বস্ত হওয়ার ঘটনাস্থলের আরও কিছু ছবি
ছবির উৎস,CENTRAL INDUSTRIAL SECURITY FORCE, INDIA/Xছবির ক্যাপশান,একটি ভবনের ওপর বিধ্বস্ত হয় বিমানটি।
ছবির উৎস,ANIছবির ক্যাপশান,বিমান বিধ্বস্ত হওয়ার পর আগুন ও ধোঁয়া দেখা যায়।
ছবির উৎস,REUTERSছবির ক্যাপশান,দুর্ঘটনার পর পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এলাকা
ছবির উৎস,CENTRAL INDUSTRIAL SECURITY FORCE, INDIA/Xছবির ক্যাপশান,উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বিভিন্ন সংস্থার কর্মীরা।
ছবির উৎস,ANIছবির ক্যাপশান,ভবনের ওপর বিধ্বস্ত বিমানের ছবি। - ৪১ মিনিট আগেযুক্তরাজ্যের যে বিমানবন্দরে নামার কথা ছিল ওই বিমানের, সেখানে পৌঁছেছে বিবিসিআহমেদাবাদ থেকে আকাশে ওড়া বিমানটির লন্ডনে যে বিমানবন্দরে পৌঁছনোর কথা ছিল, সেই গ্যাটউইকে পৌঁছেছেন বিবিসির সংবাদদাতা অ্যালেক্স বয়েড।তিনি জানাচ্ছেন, যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬.২৫ মিনিটে বিমানটি গ্যাটউইকে নামার কথা ছিল।গ্যাটউইক বিমানবন্দরের সামনে ধীরে ধীরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জড়ো হচ্ছেন।বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, সংবাদ কর্মীদের বিমানবন্দরের নর্থ টার্মিনালে একটা জায়গা দেওয়া হয়েছে, যদিও এয়ার ইন্ডিয়ার বিমানগুলো সাউথ টার্মিনাল থেকে যাতায়াত করে।সেখানে এয়ার ইন্ডিয়ার কোনো কর্মীকে এখনও দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন মি. বয়েড।
ছবির ক্যাপশান,গ্যাটউইক বিমানবন্দরের সামনে জড়ো হচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম - এক ঘন্টা আগে‘আমার ছেলে দোতলা থেকে ঝাঁপ দেয়’
ছবির উৎস,ANIছবির ক্যাপশান,মিসেসে রামিলার ছেলে দোতলা থেকে ঝাঁপ দেনআহমেদাবাদে বিমান দুর্ঘটনায় উদ্বিগ্ন হয়ে হাসপাতালে পৌঁছিয়েছেন বহু মানুষ। এদেরই মধ্যে আছেন পুনম প্যাটেল।আহমেদাবাদের সিভিল হাসপাতালে সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন যে তার ননদ ওই বিমানের যাত্রী ছিলেন।দুর্ঘটনার খবর পেয়ে এক ঘন্টার মধ্যে তিনি হাসপাতালে হাজির হয়েছেন।আবার বিমানটি যে ডাক্তারদের হোস্টেলের ওপরে ভেঙ্গে পড়ে, সেখানে দুপুরের খাবার খাচ্ছিলেন মিসেস রামিলার ছেলে।তিনি বলছেন বিমান ভেঙ্গে পড়ার সঙ্গে সঙ্গেই তার ছেলে দোতলা থেকে ঝাঁপ দিয়েছে। তার চোট লেগেছে, তবে এখন তার অবস্থা স্থিতিশীল। - এক ঘন্টা আগেফ্লাইট রেডারে কয়েক সেকেন্ডের যাত্রাপথ…‘ফ্লাইট রেডার’ এর তথ্য থেকে আমরা বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানটির যাত্রাপথের একটা বর্ণনা তৈরি করতে পেরেছি:স্থানীয় সময় দুপুর ১:৩০ – বিমানটি তখনও মাটিতেদুপুর ১:৩৪ – বিমানটি তখনও মাটিতেই, তবে গতি বাড়াচ্ছেদুপুর ১:৩৮ – আকাশে উড়ল বিমানটি। উচ্চতা ৬২৫ ফুট। এখানেই সিগন্যাল হারিয়ে গেল।

- এক ঘন্টা আগেবিমান দুর্ঘটনায় নরেন্দ্র মোদীর প্রথম প্রতিক্রিয়া
ছবির ক্যাপশান,ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী রয়েছেন এখনআহমেদাবাদে বিমান দুর্ঘটনার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিক্রিয়া দিয়েছেন।তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের স্তম্ভিত করে দিয়েছে, দু:খিত করেছে। এটা কতটা হৃদয়বিদারক, তা কথায় বোঝানো যাবে না।“যতজন মানুষ এই ঘটনায় প্রভাবিত, তাদর প্রত্যেকের কথাই আমার ভাবনা জুড়ে আছে এই দু:সময়ে। যেসব মন্ত্রী ও কর্মকর্তারা বিপদে পড়া মানুষদের সহায়তা করছেন, তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখছি,” লিখেছেন তিনি।অন্যদিকে, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, “আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমি মর্মাহত। দুর্ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানোর পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।”আহত যাত্রীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য গ্রিন করিডরের ব্যবস্থা করা এবং হাসপাতালে চিকিৎসার সমস্ত ব্যবস্থা অগ্রাধিকারের ভিত্তিতে নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে,” জানিয়েছেন মি. প্যাটেল। - এক ঘন্টা আগেএই প্রথম বোয়িং ৭৮৭ এভাবে ভেঙ্গে পড়ল,জোনাথন যোসেফস, বাণিজ্য বিষয়ক সংবাদদাতাআহমেদাবাদের আগে কখনও বোয়িং ৭৮৭ বিমান এভাবে ভেঙ্গে পড়ে নি।প্রায় ১৪ বছর আগে এই মডেলটি বাজারে এনেছিল বোয়িং সংস্থা এবং ছয় সপ্তাহ আগে ড্রিমলাইনার মডেলের বিমানে ১০০ কোটি যাত্রী বহন করার মাইল ফলক অর্জন করে বোয়িং কোম্পানি।সেই উপলক্ষ্যে বোয়িং জানিয়েছিল যে, তাদের তৈরি ১১৭৫ টি বোয়িং ৭৮৭ বিমান ৫০ লাখ উড়ান অপারেট করেছে, বিমানগুলো আকাশে উড়েছে তিন কোটি ঘন্টা।এই ঘটনাটি বোয়িং সংস্থাকে এত বড় ধাক্কা দিল এমন একটা সময়ে, যখন সংস্থাটি ৭৩৭ বিমান একের পর এক ভেঙ্গে পড়া সহ নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে।আহমেদাবাদের ঘটনার পরে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা ঘটনার ব্যাপারে প্রাথমিক রিপোর্ট পেয়েছে এবং চেষ্টা করছে আরও তথ্য জানতে।
- এক ঘন্টা আগেডাক্তারদের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছে বিমানটি – পুলিশআহমেদাবাদের একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটি ডাক্তারদের একটি হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছে।ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ, দমকল কর্মী এবং অন্যান্য সংস্থার কর্মীরা অল্পক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যান। উদ্ধারতৎপরতা চলমান রয়েছে বলে জানান তিনি।
- ২ ঘন্টা আগেসবাই ঝাঁপিয়ে পড়েছেন, যদি একজনকেও বাঁচানো যায়ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা রক্সি গাড্ডেকার জানাচ্ছেন যে, তার চারদিকে প্রত্যেকটি মানুষ দৌড়োদৌড়ি করছেন – যাতে যত বেশি সম্ভব মানুষকে উদ্ধার করা যায়।তিনি বলছেন, “যে জায়গাটায় উদ্ধার তৎপরতা চলছে, সেটি বিমানবন্দরের খুব কাছে। চারদিকে শুধুই অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে। সব রাস্তা বন্ধ।“অগ্নি নির্বাপক দলের কর্মীরা এখনও কিছু জায়গায় আগুন নেভানোর চেষ্টা করছেন।প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলছেন, তারা হঠাৎই ভীষণ জোরে আওয়াজ পান, আর কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান।বহু মানুষ এখানে জড়ো হয়েছেন।স্বেচ্ছাসেবকরা কাছাকাছি এলাকা থেকে এসেছেন।মৃতদেহগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।তবে কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি এখনও আসে নি।
ছবির উৎস,BBC/TEJAS VAIDYAছবির ক্যাপশান,বিমানটির ধ্বংসাবশেষ - ২ ঘন্টা আগেবিপদসংকেত দিয়েছিলেন বিমানের পাইলটদুর্ঘটনার আগে বিপদসংকেত পাঠিয়েছিলেন বিধ্বস্ত বিমানটির পাইলট।আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি জানিয়েছে, বিমানটি আহমেদাবাদ থেকে স্থানীয় সময় একটা ৩৯ মিনিটে আকাশে ওড়ে।বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল বিমান থেকে বিপদ বার্তা দিয়েছিলেন, কিন্তু তারপরে এটিসির ডাকে কোনো সাড়া পাওয়া যায় নি।
- ২ ঘন্টা আগেবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থলের চিত্র
ছবির উৎস,APছবির ক্যাপশান,ঘটনাস্থলে কাজ করছেন দমকল কর্মীরা।
ছবির উৎস,APছবির ক্যাপশান,আগুনে ঘটনাস্থলের গাছপালাও পুড়ে গেছে
ছবির উৎস,APছবির ক্যাপশান,বিমানের ধ্বংসাবশেষ - ২ ঘন্টা আগেবিধ্বস্ত বিমানের পাইলট আর যাত্রীদের তথ্য প্রকাশ
ছবির উৎস,TEJAS VAIDYA/BBCছবির ক্যাপশান,আহমেদাবাদে ধ্বংস হওয়া বিমান থেকে যাত্রীদের উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলে পৌঁছিয়েছেন বিবিসির সংবাদদাতারাআহমেদাবাদে বিধ্বস্ত বিমানটিতে যাত্রীদের বিস্তারিত প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। বিমানটিতে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডা ও সাত জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি।অন্যদিকে বিমানটির পাইলটদের তথ্য প্রকাশ করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ।ডিজিসিএকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে, বিমানটির পাইলট “ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল একজন এলটিসি ছিলেন। তার ৮২০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। কো-পাইলটের ১১০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল।এলটিসির অর্থ হল লাইন ট্রেনিং ক্যাপ্টেন, অর্থাৎ তিনি অন্য পাইলটদের প্রশিক্ষণ দিতেন।আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে, বিমানটি আহমেদাবাদ থেকে স্থানীয় সময় একটা ৩৯ মিনিটে আকাশে ওড়ে। - ২ ঘন্টা আগেবিমানবন্দরের বাইরে ধোঁয়ার কুন্ডলী
ছবির ক্যাপশান,স্থানীয়দের ধারণ করা ভিডিওতে বিমানবন্দরের বাইরে কালো ধোঁয়ার বিশাল কুন্ডলী দেখা গেছে। - ২ ঘন্টা আগে৬২৫ ফিট উচ্চতায় বিমানটির সিগন্যাল বিচ্ছিন্ন হয়উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিমান চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য, রানওয়ে থেকে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যে ৬২৫ ফিট উচ্চতায় বিমানের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়।বিধ্বস্ত হয়ে বিমানবন্দরের বাইরের দিকে পড়ে বিমানটি।আহমেদাবাদের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, অগ্নি নির্বাপক যানবাহন ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।
- ২ ঘন্টা আগে‘বিমানটিতে ২৩০ যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন’ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের প্রধান ফয়েজ আহমেদ কিদওয়াই, এসোসিয়েটেডে প্রেসকে জানিয়েছেন, আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন।এর ফ্লাইট নাম্বার ছিল এআই ১৭১। উড়োযানটি একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। যার ধারণক্ষমতা ২৫৬ জন।
- ২ ঘন্টা আগেভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত
ছবির উৎস,GETTY IMAGESছবির ক্যাপশান,এয়ার ইন্ডিয়ার বিমান (প্রতীকী ছবি)ভারতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।গুজরাটের রাজধানী আহমেদাবাদে এই দুর্ঘটনা ঘটেছে।ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের প্রধান ফয়েজ আহমেদ কিদওয়াই, এসোসিয়েটেডে প্রেসকে জানিয়েছেন, উড়োজাহাজটিতে ২৩২ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এয়ার ইন্ডিয়ার ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে বলা হয়েছে, আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল বিমানটির। সুত্র, বিবিসি বাংলা





