মুলাদীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার।

মুলাদী প্রতিনিধি ।। বরিশাল জেলার মুলাদীতে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ (১২ জুন) বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কাজীরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের সিকদারবাড়ি থেকে ফাহিমা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

ফাহিমা বেগম (২২) ডিক্রীরচর গ্রামের মৃত বাবুল সিকদারের মেয়ে এবং বরিশাল সদর উপজেলার কামারপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী ইমরান হোসেনের স্ত্রী। বুধবার রাতের কোনো এক সময় তিনি বাবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের সদস্যদের।

মুলাদী থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ফাহিমা বেগম বাইরে বের না হওয়ায় প্রতিবেশীরা বিষয়টি স্বজনদের জানান। পরে ফাহিমার বোন বাড়িতে গিয়ে তার বোনের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেন। সকাল ৯টার দিকে ফাহিমার বাবার ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

ফাহিমার বোন সানজিদা জানান, প্রায় পাঁচ বছর আগে ফাহিমার সঙ্গে ইমরানের বিয়ে হয়েছিল। তাঁদের সাড়ে ৩ বছরের একটি ছেলে রয়েছে। প্রায় ছয় মাস ধরে ফাহিমা মানসিকভাবে কিছুটা অবসাদগ্রস্ত ছিলেন। স্বামী প্রবাসে থাকায় তিনি বেশির ভাগ সময় বাবার বাড়িতে থাকতেন। গত রমজানের ঈদের সময় ফাহিমা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। গতকাল বুধবার তাঁদের মা মাহমুদা বেগম ঈদের দাওয়াতে বাবুগঞ্জের কেদারপুরে ভাইদের বাড়িতে বেড়াতে যান। ওই রাতের কোনো এক সময় ফাহিমা ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে তাঁদের ধারণা।

মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিন হোসেন জানান, ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin