বরিশালে সাংবাদিক খান মাইউদ্দিনকে কুপিয়েছে সন্ত্রাসীরা

সিটি নিউজ ডেস্ক ।। বরিশালে সাংবাদিক খান মাইউদ্দিনকে কুপিয়েছে সন্ত্রাসীরা।তাকে লাইফ সাপোর্ট নেয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিসক। বরিশালের সকলের পরিচিত সাংবাদিক খান মাইউদ্দিনকে কুপিয়েছে সন্ত্রাসীরা।

আজ মঙ্গলবার (২৪ জুন) রাত ৯টার দিকে নিজ এলাকা ঝালকাঠি জেলা নলছিটির উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামে তাকে হত্যার উদ্দ্যেশে মাথা সহ শরীরের অন্যান্য স্থানে গুরতর কুপিয়ে জখম করা হয়।

খান মাইউদ্দিনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মুমূর্ষু অবস্থান ঢাকার উদ্দেশ্যে কিছুক্ষনের মধ্যে রওনা হবে বলে জানিয়েছেন স্বজনরা। তার উপর ন্যাক্কারজনক হামলায় ঘটনায় জড়িত ব্যাক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

All reactions:

14Mohammad Mehedi Hasan, Mehedi Hasan Tamim and 12 others

Share on facebook
Share on twitter
Share on linkedin