সিটি নিউজ ডেস্ক ।। “প্লাস্টিক দূষণ আর নয়” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক ২৫ জুন বিশ্ব পরিবেশ দিবস, ২০২৫ উদযাপন করা হয়।

আজ ২৫ জুন পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯:৩০ টায় পরিবেশ দিবসের শুভ উদ্বোধন করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ। এর পরই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত র্যালিতে জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ বিভিন্ন শিল্প কারখানার প্রতিনিধিবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ, এনজিও সংগঠন, সুশীল সমাজ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান র্যালিতে অংশগ্রহণ করেন।
সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, ডা: এ এফ এম মুশিউর রহমান, সিভিল সার্জন, জনাব মো: আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং জনাব এ, এইচ, এম রাসেদ, উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ মোবারক হোসেন, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। স্বাগত বক্তব্যের পরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ এর তাৎপর্য তুলে ধরে পরিবেশ বিষয়ক প্রামাণ্যচিত্র মাল্টিমিডিয়া/প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয় এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমনে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কার্যক্রমের উপর জনাব মো: রাসেল মাহমুদ, সহকারী পরিচালক সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন।
ডা: এ এফ এম মুশিউর রহমান, সিভিল সার্জন তার বক্তব্যে বলেন, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন একার পক্ষে সম্ভব নয়। নারায়ণগঞ্জ সুস্থ ও দূষণমুক্ত পরিবেশের স্বার্থে সকলকে সচেতন হওয়ার এবং অন্যকে সচেতন করার বিষয়টি গুরুত্বারোপ করেন। তিনি যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলাসহ আইন মানার ক্ষেত্রে সকলের সচেতন হওয়ার বিষয়টিও গুরত্বারোপ করেন।
জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ বাংলাদেশের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি সহ পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ, রাষ্ট্র যার যার অবস্থান থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণের অনুরোধ জানান। পরিশেষে তিনি আজকের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং উপস্থিত অন্যান্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে জনাব মো: আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ, পরিবেশ রক্ষার্থে টেকসই উন্নয়ন পরিকল্পনা বা এসডিজির বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ, এইচ, এম রাসেদ উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। তিনি বলেন, পরিবেশ শুধুমাত্র কোন ব্যক্তি বা গোষ্ঠির মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবেশের আবেদন সার্বজনীন। বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপনে বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও সংগঠন, সুশীল সমাজ এর স্বতঃস্ফূর্ত নিরবিচ্ছিন্ন সহযোগিতা বাংলাদেশের প্রকৃতি-পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে গৃহীত কর্মকান্ডকে সাফল্যের পথে এগিয়ে নিবে। তিনি পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং পরিবেশ দূষণ রোধে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি সবাইকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে সচেতন থাকার অনুরোধ জানান।
আলোচনা অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত শিশু কিশোর চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদেরকে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
পরবর্তীতে স্থানীয় জনগণ ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





