বানারীপাড়ায় পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলা’ গুরুতর আহত দুই সহোদর শেবাচিমে।

সিটি নিউজ ডেস্ক ।। বরিশালের বানারীপাড়া উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টার দিকে নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তারা। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাবা ও চাচাতে বাচাতে গিয়ে আহত হয়েছেন রবিন নামে এক কলেজ ছাত্র।

আহতরা হলেন- উপজেলার নরত্তমপুর গ্রামের মৃত খবির উদ্দিন মোল্লার ছেলে ইসহাক মোল্লা (৬৫) ও জাকির মোল্লা (৬০)।

আহত ইসহাক মোল্লা জানান, তিন বছর আগে স্থানীয় বজলু খান তার গাড়ির ব্যবসায় অংশীদার করার কথা বলে তার কাছ থেকে ৪৫ লক্ষ টাকা নেন। এরপর থেকে বিভিন্ন অজুহাতে টাকা ফেরত না দিয়ে তালবাহানা শুরু করেন বজলু। একাধিকবার বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতিও তৈরি হয়।

ইসহাকের দাবি- টাকা নেওয়ার সময় বজলু একটি ৪৫ লক্ষ টাকার চেক ও নিজ হাতে লেখা একটি স্বীকারোক্তিপত্র দিয়েছিলেন, যা বর্তমানে তার (ইসহাকের) কাছে সংরক্ষিত আছে। আজ সকালে পুনরায় টাকা চাইতে গেলে বজলু ও তার সঙ্গে থাকা মজিবর খান, মুন্না খান, সাব্বির খান, হেলেনা এবং আরও কয়েকজন দেশীয় অস্ত্র, লাঠি ও রড নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ইসহাক ও তার ভাই জাকিরের মাথা, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

তিনি আরও বলেন, “আমরা আইনের আশ্রয় নিতে যাচ্ছি এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

স্থানীয়দের বরাতে জানা গেছে, বজলু খান পেশায় একজন ট্রাকচালক হলেও তিনি বিভিন্ন সময় সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে থাকেন। এছাড়া, তার পরিবার মাদক ব্যবসার সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, এদের লাগাম টানা না গেলে ভবিষ্যতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এবং যুব সমাজের ওপর এর বিরূপ প্রভাব পড়বে।

এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা বলেন- বিষয়টি শুনেছি। এক নারী অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin