নিজস্ব প্রতিবেদক ।। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আগামী কালকের মহা সমাবেশ সফল করার লক্ষ্যে চরমোনাই জামেয়া থেকে একটি বিশাল কাফেলা রওনা হয়েছে।

২৭ জুন শুক্রবার রাতে বরিশাল চরমোনাই লঞ্চ টার্মিনাল থেকে প্রায় ২ হাজার নেতা কর্মি নিয়ে রাজধানীর উদ্ধেশ্যে রওনা করেন এভি এ্যডভেনঞ্চার-৯।
এছাড়াও বরিশাল নগরীর ৩০ টি ওয়ার্ড থেকে বাস যোগে মহাসমাবেশে যোগ দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিবিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সুত্র জানায় সর্বকালের শ্রেষ্ঠ মাবন সমুদ্র তৈরি হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মাঠ। উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দেশ ও বিদেশের ওলামা মাশায়েকগন।





