নগরীতে সরকারি খাল দখলে নেমেছে খোদ মেয়র পুত্র।

নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ড কুদঘাটা রুইয়া টেস্কটাইল সড়ক সংলগ্ন সরকারি খাল দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সাবেক কমিশনার ও(ভারপ্রাপ্ত)মেয়র প্রয়াত আওয়ালাদ হোসেন দিলু’র ছেলে শুভ’র বিরুদ্ধে।

শনিবার সরজমিনে গিয়ে দেখা যায় রুইয়া টেস্কটাইল সড়ক সংলগ্ন সরকারি খাল দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করার লক্ষ্যে বেশ কয়েকজন শ্রমিক দিয়ে সরকারি খালের মধ্যে অবৈধ ভাবে মেহগুনি গাছ দিয়ে পাইলিং এর কাজ করাচ্ছেন তিনি।
স্থানীয় মো:কাজী দুলাল আক্ষেপ করে বলেন এই খাল যে যার মত করে দখল করে নিচ্ছেন,রুইয়া টেস্কটাইল সড়কের ভিতরে মাঝ কোলায় আমি কৃষি কাজ করি, এখন প্রভাবশালীরা খাল দখল করার কারনে অন্য স্থান থেকে মটর দিয়ে পানি ক্ষেতে আনতে হয়।

সাবেক মেয়র প্রয়াত আওয়ালাদ হোসেন দিলু’র ছেলে শুভর বিরুদ্ধে খাল দখল করার বিষয়ে আলাপ কালে তিনি বলেন শুভ মিয়ার লেবাররা খালের মধ্যেই পালিং করতেছে।এছাড়া তার ক্রয়কৃত জমি ছাড়া জেলা পরিষদের ৩থেকে সাড়ে তিন শতাংশ জমি বেশি আছে তার পরও কেনো খালের মধ্যে ওয়াল দিতাছে তা আমি যানি না।
মো:কাজী দুলাল আরও বলেন সিটি কর্পোরেশন যদি এই খাল খননের উদ্যোগ নেয়, আমি ব্যক্তিগত ভাবে ৫ হাজার টাকা খরচ দিবো।আপনারা শুধু খাল উদ্ধারের ব্যবস্থা করেন।
প্রতিবেদকদের আশার খবর পেয়ে ওই স্থানে সাবেক মেয়র প্রয়াত আওয়ালাদ হোসেন দিলু’র ছেলে শুভ’র ম্যানেজার শাহিনসহ স্থানীয় আওয়ামী লীগের কয়েজন ছুটে আসেন এবং তাদের বিভিন্ন সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ’র নাম বলে ম্যনেজ করা কথা বলেন।
শুভ’র ম্যানেজার শাহিন বলেন আমি ছোট চাকরি করি, এবিষয়ে কোনো কথা প্রকাশ করার সাহষ নেই শুভ ভাই ঢাকায় আছেন।আপনাদের সাথে প্রেসক্লাবের এক নেতা কথা বলবে।আর যদি নিউজ করার ইচ্ছে থাকে নিউজ করতে পারেন সিটি কর্পোরেশনের সাথে শুভ ভাই বুঝবে।
এবিষয়ে সাবেক মেয়র প্রয়াত আওয়ালাদ হোসেন দিলু’র ছেলে শুভ’র মুঠো ফোনে এই নম্বরে ০১৭১১-৩৬৪২১৮, কল দিলে তিনি রিসিভ করেননি।
খাল দখলের বিষয়ে বরিশার সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন,আগামী কর্ম দিবসের মধ্যে আমার টিম ওখানে যাবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin