সিটি নিউজ ডেস্ক >> বরিশাল মহানগর বিএনপির ৩০ ওয়ার্ড কমিটি গঠনের জন্য ১২ জুলাই ইস্যুকৃত চিঠির কার্যক্রম পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি ও বরিশাল বিভাগের টিম লিডার আব্দুল আউয়াল মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানায় একটি সুত্র।
গত ১২ জুলাই তিনি বরিশাল মহানগর বিএনপির ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে নির্দেশনা দিয়ে একটি চিঠি বরিশাল মহানগর বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রেরন করেন।
এতে বিবাদমান একটি অংশ চিঠির কিছু অংশের সিদ্ধান্ত নিয়ে বিরোধিতা করেন।পরে তাদের দাবীর পরিপেক্ষিতে ১২ জুলাই চিঠির কার্যক্রম স্থগিত করা হয়।খুব শীঘ্রই নতুন সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলে জানা গেছে।





