সিটি নিউজ ডেস্ক >> বরিশাল: আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের (বিএমসিসিআই) পরিচালকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব আস সায়দানী।
আজ রোববার (২০ জুলাই) দুপুরে নগরের সদর রোডস্থ একটি রেস্তোরার হলরুমে বিএমসিসিআই’র সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা, বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময় এবং দক্ষিণাঞ্চলের ব্যবসায়িক উদ্যোগে আলজেরিয়ার অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন বরিশালের ব্যবসায়ীরা। এছাড়াও ব্যবসায়ীরা তাদের দক্ষতাকে তুলে ধরে ভবিষ্যতে আলজেরিয়ার সঙ্গে যৌথ প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।
বিএমসিসিআই’র সহ-সভাপতি মির্জা মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফরচুন স্যুজ’র চেয়ারম্যান মিজানুর রহমান, ব্যবসায়ী টিপু সুলতান খান, এ্যড: হাফিজ উদ্দিন বাবলু, রিয়াজুল ইসলাম, লিলি বেগম প্রমূখ।





