বরিশালে গ্রাফিতি প্রতিযোগিতা পরিদর্শন করেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক >> জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে বরিশালে গ্রাফিতি প্রতিযোগিতা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে ২৪-এর রঙে গ্রাফিতি প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনের অংশ হিসবে বরিশাল জেলা পর্যায়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় গ্রাফিতি প্রতিযোগিতা

আজ ২০ জুলাই রবিবার সকাল থেকে সার্কিট হাউজ এর দেয়ালসহ এর আসেপাশের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি প্রতিযোগিতা শুরু হয়।

দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন উপস্থিত হয়ে শিক্ষার্থীদের গ্রাফিতি প্রতিযোগিতা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লশিকান্ত হাজং, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ হারুনুর রশীদসহ আরও অনেক।

প্রতিযোগিতায় মাধ্যমিক (স্কুল) পর্যায়ে ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং উচ্চ মাধ্যমিক (কলেজ) পর্যায়ে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান গ্রাফিতি প্রতিযোগিতা অংশগ্রহণ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin