সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ,অর্থ জরিমানা

সিদ্ধিরগঞ্জে ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন

সিটি নিউজ ডেস্ক >> রায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

সোমবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।

অভিযানে আদর্শ বাজার, চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত ‘মেসার্স আলম স্টোর’ থেকে প্রায় ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে ১৫(৪)(খ) ধারায় ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পলিথিনের অবৈধ বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin