বরিশালে দুদক’র নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন আগামীকাল

বরিশালে দুদক’র নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন দূদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

সিটি নিউজ ডেস্ক >> বরিশালে দূর্ণীতি দমন কমিশন দুদক ‘র নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন দুদক’র চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

আগামীকাল ৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টার সময় নগরীর ১৩ নং ওয়ার্ডের সিএন্ডবি সড়কস্থ কালু খান সড়কের ফটকে এ ভিত্তি প্রস্তর এর ফলক উম্মোচন করা হবে বলে জানিয়েছেন দুদক’র সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক এইচ এম আখতারুজ্জামান।

গণপুর্ত বিভাগের অধীনে নির্মীয়মান সকল সুযোগ সুবিধা সম্বলিত এ বহুতল ভবনের প্রাক্কলিত মূল্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ইজি- বিএ (জেবি) কর্ণধার কাজী মঞ্জুর হোসেন ও অ্যাড. সৈয়দ মোশারেফ হোসেন টুবলু।

Share on facebook
Share on twitter
Share on linkedin