এনবিপি’র অতিঃ রাজনৈতিক সম্পাদক বরিশালের সন্তান সিকদার রেজাউল।

নিজস্ব প্রতিবেদক >> নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি)কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত রাজনৈতিক সম্পাদক হিসেবে মনোনীত হলেন বরিশাল গৌরনদীর কৃতি সন্তান সিকদার সফিকুর রহমান রেজাউল কে।

(এনবিপি)চেয়ারম্যান মেজর (অব:)সিকদার আশিকুর রহমান সাক্ষরিত এক পত্রে তাকে পদায়ন করা হয়।পত্রে উল্লখ করা হয়েছে যে সফিকুর রহমান রেজাউল আপনি দলের নিবেদিত প্রান নেতা।

দলের প্রতি আপনার কমিটমেন্ট ও ভালোবাসা উদাহরন স্বরুপ।উক্ত পদে আপনি আরো অধিক দায়িত্ব নিয়ে দলের জন্য নতুন উদ্যমে কাজ করবেন বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি)কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত রাজনৈতিক সম্পাদক সিকদার সফিকুর রহমান রেজাউল এর সদ্য পদায়নের বিষয়টা নিশ্চিত করেন এনবিপি’র ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক নাছিমা বেগম লিপি ।

নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি)কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত রাজনৈতিক সম্পাদক সিকদার সফিকুর রহমান রেজাউল মনোনীত হওয়ায় বরিশালে নেতাকর্মিদের মাঝে আনন্দের বন্যা বইছে, এমনকি বিভিন্ন স্থানে হয়েছে মিস্টি বিতরন।

সিকদার সফিকুর রহমান রেজাউল বলেন আমাকে নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি)কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত রাজনৈতিক সম্পাদক করায় দলের চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তারা আমায় বিশ্বাস করে এতো বড় সন্মান দিয়েছেন,আমি তাদের দেয়া এই দায়িত্ব সফল ভাবে পালন করতে পারি।তাই সকলের সহযোগীতা কামনা করছি।

Share on facebook
Share on twitter
Share on linkedin