নিজস্ব প্রতিবেদক >> নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি)কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত রাজনৈতিক সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন বরিশালের গৌরনদী উপজেলার কৃতি সন্তান সিকদার সফিকুর রহমান রেজাউল।

(এনবিপি)চেয়ারম্যান মেজর (অব:)সিকদার আশিকুর রহমান সাক্ষরিত এক পত্রে সফিকুর রহমান রেজাউলকে অতিরিক্ত রাজনৈতিক সম্পাদক হিসেবে মনোনীত পদায়ন করা হয়।পত্রে উল্লখ করা হয়েছে যে আপনি দলের নিবেদিত প্রান নেতা।
দলের প্রতি আপনার কমিটমেন্ট ও ভালোবাসা উদাহরন স্বরুপ।উক্ত পদে আপনি আরো অধিক দায়িত্ব নিয়ে দলের জন্য নতুন উদ্যমে কাজ করবেন বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি)কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত রাজনৈতিক সম্পাদক সিকদার সফিকুর রহমান রেজাউল এর সদ্য পদায়নের বিষয়টা নিশ্চিত করেন এনবিপি’র ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক নাছিমা বেগম লিপি ।
নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি)কেন্দ্রীয় কমিটি গঠনের মাত্র কয়েকদিনে ব্যবধানে অতিরিক্ত রাজনৈতিক সম্পাদক সিকদার সফিকুর রহমান রেজাউল
নিজে তা (এনবিপি’র) পদ থেকে সরে দারিয়েছেন বলে সাংবাদিকদের কাছে স্বীকার করেন। তিনি এক পত্রে লেখেন
মেজর আনিচ অবঃ এর নতুন বাংলাদেশ পার্টি NBP থেকে আমি রেজাউল সিকদার আজ আমি আমাকে সকল রাজনৈতিক পদ-পদবি থেকে প্রত্যাহার করে নিলাম। মিডিয়ায় মাধ্যমে পরবর্তী তে বিস্তারিত জানানো হবে।কারন-আজ মহাখালীর রাওয়া ক্লাবে মতবিনিময় সভা শেষে-মাদারীপুর আওয়ামী পলাতোক গুন্ডাদের সাথে বিড়ি সেবন অবস্থায় আমাকে বলে-সে নাকি তার আই ..রা র…. করেই এখন রাজনীতি করতে এসেছে, আমি তখন বলেছি -বাংলাদেশ অর্মি আপনাকে, এই শিক্ষা দিয়েছে?, তখন-সেওঢ়া পারায়,মাদারীপুর এর পলাতোক দূলাল চৌধুরী ও কালকিনির সাবেক এম পি গোলাপ সোবহানের ক্যাডার মিরপুর,কালসিতে পলাতোক জাকির, আমার উপর চড়াও হয় আস্তে কথা বলতে বলে।আমি আমার পাওনা টাকা চাইলে ওরা আমাকা অপমান করে।তাই আমি সিদ্ধান্তঃ নিয়েছি-এই টাউট-বাটপার ও আওয়ামি সন্ত্রাসের মিলন মেলায়, আমার উপস্থিত থাকা সম্বব নয়।উক্ত ঘটনার প্রত্যক্ষ সাক্ষি চলচিত্র নায়ক সাকিল খান ,যুব পর্টির সাইফুল ও এন বি পি’র আনোয়ার হোসেন উপস্থিতি ছিলেন ।





