২৪ এর গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনে পুরস্কার পেলেন সাংবাদিক জাকির হোসেন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকারের সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক সম্মাননা পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন? রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকার তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রমুখ।

২০২৪ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে তখনও শেখ হাসিনার পতনের একদফা ঘোষিত হয়নি, সবে কোটা আন্দোলন জোরদার হতে শুরু করেছে। কিন্তু গণমানুষের প্রাণের দাবি ছিল স্বৈরাচারের পতন। সেই মুহূর্তে পত্রিকার পাতায় জাকির হোসেন লিখেছিলেন, “স্বৈরাচারী হাসিনার পতন ঘটাও, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও।” শাসকদলের মদতপুষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সন্ত্রাসীদের তাণ্ডবে দেশজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের আহত ও মৃত্যুর খবরে ছাত্রলীগকে সরাসরি ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে সংবাদ লিখেছিলেন জাকির।

১৫ ও ১৬ জুলাই তাঁর সেই লেখা ছেপেছিল ভারতের ত্রিপুরার প্রাচীনতম দৈনিক মানুষ পত্রিকা ও পশ্চিমবঙ্গের বিপ্লবী সংবাদ দর্পণ। পহেলা জুলাই থেকে ৫ আগস্ট হাসিনা সরকারের পতন অবধি তাঁর লেখা এরকম দুই ডজনেরও অধিক সংবাদ প্রকাশিত হয়েছিল। এছাড়াও বিশ্বের অন্যতম সর্বাধিক পঠিত পত্রিকা ও ভারতের সর্বাধিক পঠিত হিন্দি দৈনিক ভাস্কর-সহ বহু আন্তর্জাতিক গণমাধ্যম তাঁর সরবরাহ করা তথ্য ও আলোকচিত্র নিয়ে সংবাদ প্রকাশ করেছিল।

জুলাই আন্দোলনের সমর্থনে ভারতের বাংলাদেশ হাইকমিশনের সামনে ও দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আয়োজিত প্রতিবাদ সমাবেশ পালনেও তিনি পরামর্শক হিসেবে ভূমিকা পালন করেছিলেন। ১৯৮৮ সালে একাত্তরের রণাঙ্গনের পত্রিকা দৈনিক বিপ্লবী বাংলাদেশ-এর মাধ্যমে সাংবাদিকতা জীবনের সূচনা হয় জাকির হোসেনের। আজকের বার্তা, বাংলাদেশ বেতারের বরিশাল কেন্দ্রে সাংবাদিকতা করেছেন।

বাংলাদেশ প্রতিনিধি হয়ে ভারতের দৈনিক মানুষ পত্রিকা, যুগশঙ্খ ও বিপ্লবী সংবাদ দর্পণ-এ দায়িত্ব পালন করেন। বর্তমানে বাংলাদেশ প্রতিনিধি ও নিউজ কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতের ইংরেজি দৈনিক ইস্টার্ন ক্রনিকল ও মিজোরাম পোস্ট-এ।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন তিনি।

জাকির হোসেন ৩৫ বছর ধরে শুনামের সাথে কাজ করে আসছেন্ এছাড়া বরিশাল প্রেসক্লাব এর সহ সভাপতির দায়িতাব পালন করছেন তিনি ।

বরিশাল সিটি নিউজ পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন পত্রিকার প্রকাশসক ফাতেমা আক্তার মনি,সম্পাদক রেদওয়ান রানা,সহ সকল সাংবাকিদবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin