বরিশালে সড়ক দূর্ঘটনায় জামায়াত নেতা নিহত

বরিশালে সড়ক দূর্ঘটনায় জামায়াত নেতা নিহত হয়েছে

সিটি নিউজ >> বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাসের চাঁপায় মোটরসাইকেল চালক ও উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য আবু তালেব নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আবু তালেব উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে আবু তালেব তার নিজ বাড়ি মোড়াকাঠী গ্রাম থেকে মোটরসাইকেলযোগে জুমার নামাজ পড়ার উদ্দেশ্য বের হন।

পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বাসষ্ট্যান্ড এলাকা অতিক্রমকালে বেপরোয়া গতির একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাঁপা দেয়।

এতে মোটরসাইকেলটি ধুমরে মুচরে চালক ও জামাত নেতা আবু তালেব গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুখতার হোসাইন বলেন, দূর্ঘটনার পর পরই স্থানীয়রা ধাওয়া করে ঘাতক মাইক্রোবাসটিকে আটক করেছে।

এ বিষয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : ইউনুছ মিঞা জানান এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin