বরিশাল শিক্ষা বোর্ড‘র নতুন সচিব অধ্যক্ষ আব্দুস সালাম।

সিটি নিউজ ডেস্ক >> বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বামনা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুস সালাম।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-২ এর উপসচিব আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পদায়ন করা হয়।

জানতে চাইলে সদ্য পদায়ন হওয়া বরিশাল শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম বলেন, এই দায়িত্ব আমার কাছে নতুন, কিন্তু চ্যালেঞ্জিং। আমি এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে চাই।

অধ্যাপক আব্দুস সালাম ১৬তম বিসিএস এ যোগ দিয়ে ১৯৯৬ সালে প্রভাষক হিসেবে ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষকতা পেশা শুরু করেন। এরপরসরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজ ভোলা, মঠবাড়িয়া সরকারি কলেজ, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ, আবারও ২০১৪ সালে ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক, পরে ২০২২ সালে মঠবাড়িয়া সরকারি কলেজর উপাধ্যক্ষ এবং ২০২৩ সালে বামনা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

অধ্যাপক আব্দুস সালামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার থানাপাড়া এলাকায়।

Share on facebook
Share on twitter
Share on linkedin