সংস্কারে ধীরগতির কারনে বিপিএলের ভেন্যু থেকে বাদ পড়লো বরিশাল স্টেডিয়াম

সিটি নিউজ ডেস্ক >> বরিশাল একমাত্র স্টেডিয়ামে এবারও বিপিএল আসরের আয়োজন হচ্ছে না। ধীরগতি ও এলোমেলো সংস্কার কাজের কারণে বরিশালের কবি জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়াম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ পড়েছে। এর ফলে বরিশালবাসীর দীর্ঘদিনের আশা ভেস্তে গেছে।

বিপিএল ২০২৫-২৬ আসরের ম্যাচগুলো মূলত ঢাকার শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বরিশাল স্টেডিয়ামের সম্ভাব্য ভেন্যু হিসেবে নাম থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল টিম পরিদর্শনে কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় বরিশাল তালিকা থেকে বাদ পড়েছে।

বরিশালের ক্রিকেটপ্রেমীরা অভিযোগ করেছেন, আধুনিক মানের স্টেডিয়াম থাকা সত্ত্বেও দীর্ঘ পাঁচ বছর ধরে সংস্কার কাজ অর্ধেক অবস্থায় থেমে থাকায় স্টেডিয়ামের ব্যবহার সীমিত হয়েছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ফ্লাড লাইট, প্যাভেলিয়ন ও মিডিয়া ব্লকের কাজ অসম্পূর্ণ। অনুশীলনে আসা খেলোয়ারদের মতে, বর্তমান কাজের অগ্রগতি অব্যাহত থাকলে আগামী ২-৩ বছরে স্টেডিয়ামে স্থানীয় বা আন্তর্জাতিক কোনো খেলার আয়োজন সম্ভব নয়।

বরিশাল জেলা ক্রীড়া সংস্থার অনির্বাচিত কমিটি ও তদারকি অভাবে সংস্কার কাজ নিন্মমানের হয়েছে বলে ক্রীড়া সংগঠকরা অভিযোগ করেছেন।

বরিশাল বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান খসরু বলেন, “নির্বাচিত কমিটি থাকলে এমন অবস্থা হত না। স্টেডিয়ামের উন্নয়ন ও তদারকিতে অভাব রয়েছে।”

উল্লেখ্য, ১৯৬৬ সালে বরিশাল নগরের বান্দ রোড লাগোয়া কীর্তনখোলা নদীর তীরে ২৯ একর ১৫ শতক জমির ওপর এই স্টেডিয়াম নির্মাণ করা হয়। পরবর্তীতে ২৩ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হলেও এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়নি। ২০১৯ সালে প্রথম আন্তর্জাতিক আসরের পরিকল্পনা বাতিল হয়েছিল বৃষ্টির কারণে।সুত্র, আজকের পরিবর্তন

Share on facebook
Share on twitter
Share on linkedin