এয়ারপোর্ট থানার অভিযানে ধর্ষনসহ ৩ মামলার আসামী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক >> বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষন মামলাসহ ৩ মামলার আসামীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে বরিশাল বিএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশ। আজ ১৯ আগস্ট মঙ্গলবার ৭টার দিকে এয়ারপোর্ট থানাধীন চৌহুতপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী কে আটক করে।

গ্রেফতার কৃত সোহেল হাওলাদার সাজু(৩০) নগরীর ২৭ নং ওয়ার্ড কুদঘাটা এলাকার মৃত জব্বার হাওলাদার ছেলে। গ্রেফতার হওয়া মাদক ব্যাবসায়ী সোহেলের কাছ থেকে পলিথিনে মোড়ানো মোট ৩৭ (সাতত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ জাকির শিকদার বলেন, এই সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন।

উক্ত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ১ টি মাদক মামলা, ১ টি চুরি মামলা এবং ১ টি ধর্ষন মামলাসহ মোট ৩ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।এছাড়া মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।




Share on facebook
Share on twitter
Share on linkedin