বরিশালে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা সম্পন্ন।

সেবার ব্র‌ত চাক‌রি’ প্রতিপাদ্যে টিআরসি নিয়োগ-জুন/২০২৫ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক >> বরিশালে আজ ২০ আগস্ট ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)নিয়োগ-২০২৫ এ উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন এর সার্বিক তত্ত্বাবধানে

সকাল সাড়ে ৭ টা থেকে বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিনের কার্যক্রম) পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স নৌ পুলিশ হেডকোয়াটার) , ঢাকা, ও বরিশাল টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য মাসুমা আক্তার সহ বরিশাল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এসময় জেলার বিভিন্ন এলাকা থেকে প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিনের কার্যক্রম) পরীক্ষায় অংশ নেন শতাধিক ট্রেইনি রিক্রুট কনস্টেবল ।

Share on facebook
Share on twitter
Share on linkedin