নিজস্ব প্রতিবেদক >> বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো: রায়হান কায়ছার ও বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম ।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার।
এসময় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল , মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন কালে বিভাগীয় কমিশনার মো: রায়হান কায়ছার ও বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা দায়িত্বরত চিকিৎসক, নার্স এবং রোগীদের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক খোজ খবর নেন।





