রে দওয়ান রানা >> ৪৩ তম জাতীয় মহিলা “বি-গ্রূপ” দাবা চ্যাম্পিয়ন শিপে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে বরিশাল শহরের কৃতি সন্তান জান্নাতুল প্রীতি উত্তীর্ণ হয়েছে। এই বিজয়ের মধ্য দিয়ে জান্নাতুল প্রীতি বাংলাদেশ জাতীয় মহিলা দাবা খেলোয়ার হিসেবে সুযোগ পেলো।

বরিশালে এই প্রথম কোনো নারী বা কন্যা যে কিনা বাংলাদেশ জাতীয় মহিলা দাবা খেলোয়ার হিসেবে সুযোগ পেয়েছে। এখন থেকে জাতীয় মহিলা দাবা দলে খেলতে দেখো যাবে জান্নাতুল প্রীতিকে।
দেশে বিদেশে দাবা খেলোয় দেশের প্রতিনিধিন্ব করবে জান্নাতুল প্রীতি।
তার এই সাফল্যের পিছনের কারিগর জান্নাতুল প্রীতির মমতাময়ী মা ফিরোজা ইয়াসমিন।

ছোট বেলা থেকে হাতে হাতে রেখে চলতে শিখিয়েছেন তিনি, জান্নাতুল প্রীতি বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে, তার বাবা বরিশালের অতি সুপরিচিত মুখ অলিউল ইসলাম পেশায় একজন ফুটবল কোচ, মেয়ের এই সাফল্যে ক্রীড়া সংগঠক সহ সকলের কাছে জান্নাতুল প্রীতির জন্য দোয়া চেয়ে বলেন আমার মেয়ে প্রীতি শুধু বরিশালের নয়,

সে এখন গোটা দেশের সুনাম ধরে রেখে বিভিন্ন দেশের দাবা খেলোয়ারদের সাথে প্রতিযোগীতায় অংশ নিয়ে দেশের লাল-সবুজ পতাকার সুনাম ধরে রাখতে পারে সেই আহবান জানান।
অলিউল ইসলাম আরও বলেন বরিশালের প্রথম নারী দাবা খেলোয়ার জান্নাতুল প্রীতির মত ফুটবল,ক্রিকেটেও
অনেক নারী খেলোয়ার আছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হয় তবে আমি বিশ্বাস করি বরিশাল থেকে অনেক বড় বড় প্লেয়ার বের হবে।





