বরিশালে বুরো বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্র ও আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক >> বরিশালে বুরো বাংলাদেশ  প্রশিক্ষণ কেন্দ্র এবং আঞ্চলিক ও বিভাগীয় কার্যালয়ের নবনির্মিত ১০ তলা ভবনে প্রবেশ, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩:৩০ মিনিটে আয়োজিত এ অনুষ্ঠানে উন্নয়ন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশের সহকারী পরিচালক শাহীনুর ইসলাম খান, দিশা বাংলাদেশের চেয়ারম্যান জিয়াউল হক, সেইন্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবীর, এফএনবি বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং ব্যাংক কর্মকর্তারা।

এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন বুরো বাংলাদেশের বিজয় ভৌমিক, কর্মকর্তা-ডিএফএস; বিদ্যুত খোশনবীশ, সহকারী কর্মকর্তা-প্রশাসনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুরো বাংলাদেশের বিভাগীয় ব্যবস্থাপক ও এফএনবি বরিশাল জেলা কমিটির সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম।

তিনি নবনির্মিত ভবনের মাধ্যমে বরিশাল অঞ্চলের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। স্বাগত বক্তব্যে বুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, এ ভবন শুধু একটি স্থাপনা নয়; এটি উন্নয়ন কার্যক্রমের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এখান থেকে আমরা স্থানীয় জনগণের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করতে পারবো।

অতিথিরা তাঁদের বক্তব্যে বুরোর উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং এ উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন। পাশাপাশি সকলকে একসাথে কাজ করার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। দোয়া মাহফিলে ভবনের সার্বিক সাফল্য, অংশগ্রহণকারী সংগঠনসমূহ এবং দেশের অগ্রগতি কামনা করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin