সাংবাদিক পুত্র রোহানের জন্মদিনে সিটি নিউজ পরিবারের শুভেচ্ছা ও অভিনন্দন।
নিজস্ব প্রতিবেদক ::: সাংবাদিক পুত্র নাহিদুল ইসলাম চৌধুরী রোহানের ৬ষ্ঠ তম জন্মদিন আজ। ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর রিশাদ ও নাঈমা দম্পতির কোলজুড়ে জন্ম গ্রহণ করেন রোহান।সে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার বার্তা সম্পাদক মোঃ তানজিমুন রিশাদের একমাত্র পুত্র সন্তান।
সাংবাদিক পুত্র রোহানের জন্মদিনে সিটি নিউজ পরিবারের পক্ষ থেকে সম্পাদক সাংবাদিক রেদওয়ান রান সহ শুভেচ্ছা জানানোর পাশাপশি
তার পিতা-মাতার স্বপ্ন সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে সুবিধা বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত করবেন। রোহানের জন্মদিন ঘিরে তার পরিবার সকলের কাছে দোয়া ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।





