ভাংঙ্গারপুলে মুয়াজ্জেমকে লাঞ্চিত করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে!

নগরীর ২৭ নং ওয়ার্ড ভাংঙ্গারপুল জামে মসজিদের মুয়াজ্জেমকে লাঞ্চিত করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক >> বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ড ভাংঙ্গারপুল জামে মসজিদের মুয়াজ্জেম মহব্বত আকনকে গালিগালাজ করে লাঞ্চিত করে মসজিদে আসতে বারন করার অভিযোগ উঠেছে ওয়াড বিএনপির যুগ্ম আহবায়ক, কৃষি অফিসের কর্মচারী সাইফুলের বিরুদ্ধে।

শুক্রবার ১২ সেপ্টেম্বর, ফজর নামাজ শেষে মসজিদ থেকে বাহির হওয়ার সময় বিএনপি নেতা সাইফুল মুয়াজ্জেম মহব্বত আকনকে গালিগালাজ করে লাঞ্চিত করে বলে জানায় স্থানীয়রা।

লাঞ্চিত করার বিষয়ে মুয়াজ্জেম মহব্বত আকন অভিযোগ করে বলেন ২৭ নং ওয়াড বিএনপির যুগ্ম আহবায়ক, কৃষি অফিসের কর্মচারী সাইফুলের ভাই অসুস্থ্য থাকায় আমি ওই মসজিদে নিয়মিত আযান দিতাম ওই দিন আমার কাজ থাকায় মসজিদের চাবি ফেরৎ দিতে গেলে সাইফুল আমাকে তুই তোকারি সহকারে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মসজিদে আসতে বারন করে।আমি ওর পরে কাদঁতে কাদঁতে বাড়ি চলে আসি।

এখবরে অত্র এলাকার ধর্মপ্রান মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করে।

এবিষয়ে বিএনপি নেতা সাইফুল ইসলাম জানায় মুয়াজ্জেম মহব্বত আকন কে লাঞ্চিত করার ঘটনা সত্যি নয়, একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।এছাড়া মুয়াজ্জেম মহব্বত আকন আমার মুরুব্বি তার সাথে বেয়াদবি করবো কেন। সে জুমার নামাজ পরতে অন্য মসজিদে যেতে চাইলে আমি নিজে তাকে পথ রোদ করে এই মসজিদে নিয়ে আসি এবং আমার পারিবারিক একটি দোয়া অনুষ্ঠানে সে উপস্থিত ছিলেন। তাছাড়া আমি তার কাছে ক্ষমা চেয়েছি।যাতে সে মনে কস্ট না পায়।

স্থানীয় ওয়ার্ড বিএনপির আহবায়ক বলেন এলাকায় বিভিন্ন কোরামের রাজনিতীর মানুষ তারা এ বিষয়টা অন্য দিকে নিতে চাচ্ছে।এই মসজিদে এরকম কোনো ঘটনা ঘটে নাই।

Share on facebook
Share on twitter
Share on linkedin