একদিনে রেকর্ড সংক্ষক মানুষের সেবা দিয়ে প্রশংসায় ভাসছেন জেলা প্রশাসক।

বরিশালে জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন গণ শুনানিতে এক দিনে ১৬৩ জনের সমস্যার সমাধান।

জিয়াউদ্দিন বাবু >> বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি সপ্তাহের ন্যায় অনুষ্ঠিত গণশুনানীতে বুধবার ১৬৩ জনের সমস্যার সমাধান দিয়েছেন জেলা প্রশাসনের জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেন। বিগত দিনের চেয়ে একদিনে রেকড সংক্ষক মানুষের সেবা দিয়ে প্রশংসায় ভাসছেন মানবিক জেলা প্রশাসক ক্ষ্যত ডিসি মো: দেলোয়ার হোসেন। সুত্র জানায় বরিশালে তার কর্ম সময় ১ বছরের মধ্যে এক দিনে একসাথে এতো অসহায় মানুষের সেবা দিয়ে রেকড গড়েছেন তিনি।

এদের কাউকে দিয়েছেন চিকিৎসার খরচ, কাউকে জীবন ধারণের ছোটখাট ব্যবসার পুঁজি আবার অসহায় শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছেন শিক্ষা উপকরণ। মাসে চার বার এমন গণশুনানী করেন জেলা প্রশাসন। গত এক বছরের হিসাবে জেলা প্রশাসনের গণশুনানী থেকে সাড়ে ৪ হাজার নাগরিক নানান সমস্যা সংকটের সমাধান পেয়েছেন। বুধবারের গণশুনানীতে নাগরিকদের সমস্যার তাৎক্ষণিক সমাধান করে দেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন।

যে সকল কার্যক্রম সময়সাপেক্ষ তার প্রাথমিক কার্যক্রম করে অন্য দপ্তরকে সমস্যা সমাধানে দায়িত্ব দেন জেলা প্রশাসক। এই দিনের গণশুনানীতে অসুস্থ ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিয়েছেন জেলা সির্ভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার মুন্সি মুবিনুল হক। এসময় যাদের আরও উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল তাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে প্রেরণ করেন তিনি। এছাড়াও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন নাহার মুন্নিকে অসহায় ব্যক্তিদের দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের দায়িত্ব দেওয়া হয়।

এই কার্যক্রমে জেলা প্রশাসনের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন ৮৪ ইভেন্ট গ্রুপসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করে যাচ্ছে। বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, আজকের গণশুনানীতে আমরা নাগরিকদের বিভিন্ন সমস্যার সমাধাণ করে থাকি। এরই মাধ্যমে অসহায়দের মুল ধারায় ফিরিয়ে আনা হচ্ছে।

বরিশাল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন নাহার মুন্নি বলেন, গণশুনানীতে আসা অসহায় নারীদের বিশেষভাবে সহায়তায় প্রদান করে যাচ্ছি। ফলে অসহায় নারীরা সহজেই সরকারি সেবা পাচ্ছে। জেলা প্রশাসক বলেন, অসহায় ব্যক্তিদের সমাজের মূলধারায় নিয়ে আসতে বিভিন্ন সরকারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এর একটি মাধ্যম হচ্ছে গণশুনানী। এখান থেকে আমি জনগণের সমস্যার কথা শুনে বিভিন্ন দপ্তরের সহযোগিতায় তা সমাধান করে দেই। তথ্য না জানায় সরকারি অনেক সেবা থেকে নাগরিকরা বঞ্চিত হচ্ছেন বলে জানান তিনি। বুধবারের গণশুনানীতে প্রতিবন্ধী ব্যক্তির মেয়ের বিয়ে, অসুস্থ ব্যক্তির চিকিৎসা, বেকার-ভিক্ষাবৃত্তিতে জড়িত ব্যক্তিদের ব্যবসার পুঁজি দিয়ে পুনর্বাসনে সহায়তা করা হয়েছে।

এছাড়াও স্বামী মারা যাওয়ায় বিপদগ্রস্ত নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান, প্রবীণ ব্যক্তিদের জীবন ধারণের ব্যবস্থাকরণ, গর্ভবতী নারীদের ভাতা প্রদানসহ অন্যান্য সহযোগিতা করেন জেলা প্রশাসক। এসময় অসহায়-এয়াতিম শিক্ষার্থীদের সহায়তা, অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে পরিচালিত স্কুলের শিক্ষাউপকরণ প্রদান করা হয়। এছাড়াও ক্যান্সারসহ ৬টি বিশেষ রোগের ক্ষেত্রে দেওয়া হয়েছে নগদ অর্থ সহায়তা।

Share on facebook
Share on twitter
Share on linkedin