বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের মৃত্যু , তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক >> সনামধন্য শিক্ষাবিদ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাবেক সভাপতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপের বাবা, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

১৭ সেপ্টেম্বর বুধবার রাত ১০.১৫ টায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় তার নিজ এলাকা ২৭ নং ওয়ার্ডের সোনামিয়ার পুলে প্রথম জানাজা এবং বেলা ১১ টায় গোরস্থান আঞ্জুমান মাঠে ২য় জানাজা অনুষ্ঠিত হয়।

এর পূর্বে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। জানাজা শেষে মুসলিম গোরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।


উল্লেখ্য যে, অধ্যক্ষ বেলায়েত হোসেন তার কর্মজীবনে ঝালকাঠি মহিলা কলেজের উপাধ্যক্ষ, হিজলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, উজিরপুর হাজী তাহের উদ্দিন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ সরকারি হাতেম আলী কলেজ থেকে তিনি অবসর গ্রহণ করেন।


তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন।

Share on facebook
Share on twitter
Share on linkedin