সিটি নিউজ ডেস্ক >> খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি পঙ্কজ রায় চৌধুরীর সভাতিত্বে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারপারসন প্রফেসর মাহফুজা খানম এবং খেলাঘর বরিশাল জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক বদিউর রহমান’র স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪ টায়, খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে স্মরণানুষ্ঠানের শুরুতেই দাড়িয়ে নরিবতা পালন এবং খেলাঘর বরিশাল জেলা কমিটি,শাখা আসর এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

স্মরণ সভায় আলোচনা করেন খেলাঘর বরিশাল জেলা কমিটির সাবেক সভাপতি এবং খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শ্রী জীবন কৃষ্ণ দে, খেলাঘর বরিশাল জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক দীপংকর চক্রবর্তী, বানারীপাড়া উপজেলা খেলাঘরের সভাপতি মো: মোশারফ হোসেনন,রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি কাজল ঘোষ,উদীচি সভাপতি বিশ্বনাথ দাস মুন্সি,বরিশাল নাটকের সাধারণ সম্পাদক আবুল খায়ের সবুজ।
সংগঠনের সাধারণ সম্পাদক তৌছিক আহমেদ রাহাত স্বাগত বক্তব্য রাখেন, এছাড়া সংগঠনের ভাই – বোনদের পক্ষ থেকে আলোচনা করেণ নাফি।তাদের জীবনী পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি কাজী সেলিনা, সদস্য রিনা পারভীন। অনুষ্ঠানে তাদের স্মরণ করে সংগীত এবং আবৃত্তি পরিবেশন করে মৈত্রী ঘরাই,অধরা বনিক। স্মরণানুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি শুভংকর চক্রবর্তী। এছাড়া বরিশালের বিভিন্ন শাখা আসরের সভাপতি-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।





